৫০০ কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, মে ১৮, ২০২৩

বিশ্ববাজারে মন্দার প্রভাবে কর্মী ছাঁটাই করার উদ্যোগ নিয়েছে অ্যামাজন ইন্ডিয়া। বিভিন্ন ব্যবসায় প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করছে মার্কিন কোম্পানিটি। অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মানবসম্পদ ছাড়াও সাপোর্ট টিম থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এ নতুন ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে মার্চেই সতর্ক করেছিল অ্যামাজন।

সে সময় ৯০০০ চাকরি ছাঁটাইয়ের ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। মার্চ মাসেই অ্যামাজন ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন ও টুইচ ইউনিট থেকে মন্দার আশঙ্কায় প্রায় ৯০০০ ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল। কোম্পানি প্রায় ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পর কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে সিইও অ্যান্ডি জ্যাসি এ ঘোষণা করেছিলেন। সে সময় জ্যাসি বলেছিলেন, কোম্পানি গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করেছে। যদিও অনিশ্চিত অর্থনীতিতে খরচ ও কর্মী কমাতে বাধ্য হচ্ছে প্রতিষ্ঠানটি। আমরা যে অনিশ্চিত অর্থনীতিতে বাস করছি। অদূর ভবিষ্যতে বর্তমান অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খরচ এবং হেডকাউন্টে আরও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছি।

তথ্য প্রযুক্তি/আবির