‘৩০ বছর বয়সে যে চাকরির পরীক্ষা দেয়, সে কিন্তু বেশিরভাগ ফেল করে’ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৩ চাকরির পরীক্ষায় ৩০ বছর বয়সী প্রার্থীদের চেয়ে ২৫ বছর বয়সীরা ভালো করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে আজ সোমবার (১৫ মে) সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন। সংবাদ সম্মেলনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন, সরকারি চাকরির বয়সসীমা বাড়ানো হবে কি না? জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বয়সসীমা বাড়ানো নয়, যারা কোভিডের কারণে চাকরির পরীক্ষা দিতে পারেনি, তাদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে। তাদের অনেকে চাকরি পেয়েও গেছেন।’ তিনি বলেন, ‘বয়সসীমা নিয়ে একটা কথা বলি, এটা নিয়ে আন্দোলন হলো। পরে একটা হিসাব নিলাম। ২৪-২৫ বছর বয়সের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দেয়, তার যে রেজাল্ট আসে, ৩০ বছর পর্যন্ত চাকরি দিলেও, ৩০ বছর বয়সে যে পরীক্ষা দেয়, সে কিন্তু বেশিরভাগ ফেল করে। তার ওই রেজাল্ট আসে না। আমি পুরো চার্ট বের করে নিয়ে এসেছিলাম।’ ‘কম্পিটিশন করার, কাজ করার একটা দক্ষতা থাকতে হবে। পাশ করার একটা সময় থাকে,’ যোগ করেন তিনি।সংবাদ সম্মেলনের প্রথমে প্রধানমন্ত্রী তার সফর নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: