৩০ জানুয়ারি শান্তি-উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৪ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৩০ জানুয়ারি আওয়ামী লীগ শান্তি উন্নয়ন শোভাযাত্রা করবে। পাহারায় থাকবে। কোনো অপশক্তিকে রাজপথ ছেড়ে দেওয়া হবে না। ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।’ তিনি বলেন, ‘কালো পতাকা শোকের মিছিল ভুয়া। ৩০ তারিখে ডাকছে। ভুয়া। নেতাকর্মীরা আর তারেকের কথায় কান দেয় না। নির্বাচনের খেলা শেষ। রাজনীতির খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে।’ আজ শনিবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতান্ত্রিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, ‘দেখতে দেখতে চলে গেল ১৫ বছর। সামনে আরো ৫ বছর। মানুষ বাঁচে কয় বছর? আন্দোলন করে ভুয়া হয়ে গেছে। পাবলিক সাড়া দেয় না। অবরোধ, হরতাল, ২৮ দফা ভুয়া। বিএনপি মানেই ভুয়া। রাজনীতি/আবির SHARES রাজনীতি বিষয়: