৩০ এপ্রিলের টিকিট পাওয়া যাচ্ছে আজ

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

 

 

আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেওয়া হচ্ছে ৩০ এপ্রিলের টিকিট।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৮টায় এই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়। যা বিকাল ৪টা পর্যন্ত চলবে। ৩০ এপ্রিলের টিকিট পেতে গতকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন হাজারো টিকিট প্রত্যাশী।

কমলাপুর রেলওয়ে স্টেশন দেখা যায়, সবাই যাতে সিরিয়াল মেইনটেইন করতে পারে, সেজন্য টিকিটপ্রত্যাশীরাই লাইনে সিরিয়াল লিখে রাখছেন। লাইন ভেঙে কেউ দাঁড়াতে চাইলেই পেছন থেকে অন্য টিকিটপ্রত্যাশীরা চিৎকার দিয়ে উঠছেন। এতে কেউ লাইনের আগে যেতে সাহস করছেন না।

এ ছাড়া লাইন ঠিক রাখতে একটু পরপর বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী বা আরএনবি। কালো বাজারে যাতে কোনো টিকিট বিক্রি না হয় এ জন্য স্টেশন এলাকায় রয়েছে র‌্যাব, পুলিশ, ডিএমপি পুলিশসহ আনসার সদস্যরা। র‌্যাব-পুলিশের বুথও রয়েছে স্টেশনে।

অনেকেই স্টেশন এলাকায় সেরেছেন ইফতার ও সেহরি। অনেক নারীরাও এসেছেন সেহরির আগে থেকে।

সিলেট/আবির