২০ দিন পর কোভিডে মৃত্যু, বেড়েছে শনাক্তের হার ১০.৮৭ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুন ২০, ২০২২ দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। টানা ২০ দিন পর এ ভাইরাসে মৃত্যু দেখলো বাংলাদেশ। একই সময় ৮৭৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০.৮৭ শতাংশ। এর আগে রোববার (১৯ জুন) ৫৯৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিলো। ওই দিন শনাক্তের হার ছিলো ৭.৩৮ শতাংশ। বিজ্ঞপ্তি বলছে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত ২৯ হাজার ১৩২ জন। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৮৯৯ জন। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮০টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে আট হাজার ২৮ এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৪৬টি। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৩২৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যুর ঘটনা। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: