১৯ বছর পরেই দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা হবে বেশি

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২১, ২০২২

 

আগামী ৫০ বছরে দেশের জনসংখ্যা কত হতে পারে, তা নিয়ে পূর্বাভাস দিয়ে প্রতিবেদন তৈরি করেছে সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে জানা গেছে, আর মাত্র ১৯ বছর পর দেশে পুরুষের চেয়ে নারী থাকবে বেশি।
বিবিএস বলছে, ২০৪১ সালের দেশে নারীর সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ৩১ লাখ ১৭ হাজার, আর পুরুষের সংখ্যা দাঁড়াবে ১০ কোটি ২৫ লাখ ১৮ হাজার।
‘ওমেন অ্যান্ড মেন ইন বাংলাদেশ: ফ্যাক্টস অ্যান্ড ফিগারস ২০২২’ নামে ঐ প্রতিবেদন গত সপ্তাহে প্রকাশ করা হয়েছে।

২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে পরবর্তী ৫০ বছরে বাংলাদেশের জনসংখ্যার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।

বিবিএস সূত্রে জানা গেছে, ২০৪১ সালে প্রথমবার দেশের নারীরা সংখ্যায় পুরুষদের ছাড়িয়ে যাবে।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪১ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা হবে ২০ কোটি ৫৬ লাখ ৩৫ হাজার। ২০৬১ সালের জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার। তখন অবশ্য আবার পুরুষ বাড়বে, নারী কমবে। তখন সারা দেশে ১১ কোটি ১৮ লাখ ৬৪ হাজার পুরুষ থাকবে। আর নারীর সংখ্যা দাঁড়াবে ১১ কোটি ১৫ লাখ ২৯ হাজার।

সিলেটেরকন্ঠ/আবির