১৬ সদস্যকে পুরস্কৃত করলো এসএমপি

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২১

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত ১৬ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কৃতদের মধ্যে ৪ জন টিআই, ১ জন সার্জেন্ট, ২ জন টিএসআই এবং ৭ জন কনস্টেবল রয়েছেন।

সঠিকভাবে দায়িত্ব পালন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন ও যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাদেরকে পুরস্কৃত করা হয়।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে পুরস্কার প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জ্যোতির্ময় সরকার পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবুল খয়ের, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) আশিদুর রহমান, টিআই এডমিন আবু বকর প্রমুখ।