হৃদয় ইস্যুতে শিক্ষামন্ত্রী, দেশের শান্তি কারও হয়তো পছন্দ হচ্ছে না The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২২ স্কুলশিক্ষক হৃদয় মণ্ডলের ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ শান্তিতে আছে এই শান্তি হয়তো কারও কারও পছন্দ হচ্ছে না। শনিবার (০৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটস দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের ঘটনা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আশপাশের অনেক দেশে অস্থিরতা বিরাজ করছে। বাংলাদেশ শান্তিতে আছে এই শান্তিটা হয়তো কারও কারও পছন্দ হচ্ছে না। তিনি সবাইকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে বলেন, একটু ধৈর্য্য ধরার প্রয়োজন রয়েছে। যে কোনো সময় যে কোনো ছুতায় আমাদের শান্তি-শৃঙ্খলা নষ্ট করা ও সেগুলো উসকে দেওয়া কোনোভাবেই উচিত নয়। দীপু মনি বলেন, আইনগত বিষয়টি দেখা হচ্ছে। আমি মনে করি, পুরো বিষয়টি খুবই দুঃখজনক। বিজ্ঞানের একজন শিক্ষক বিজ্ঞান পড়াবেন। আমরা তো বিজ্ঞানবিবর্জিত হতে পারি না। ধর্ম সবার জীবনেই একটি বড় ভূমিকা পালন করে। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। ধর্মশিক্ষার ক্লাসে শিক্ষক ধর্ম শেখাবেন। বিজ্ঞানের সঙ্গে ধর্মের সংঘর্ষের জায়গা নেই। কোথাও যদি সংঘর্ষ হয় সেটা নিয়ে বিশেষজ্ঞরা…। আসলে আমি সে ব্যাপারে বিশেষজ্ঞ নই। তাই আমি সেটি নিয়ে মন্তব্য করতে পারি না। শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের মুক্তির বিষয়ে তিনি বলেন, এই অবস্থায় আমাদের যা করণীয় আমরা তা করার চেষ্টা করব। আমাদের এগিয়ে যাবার জন্য ধর্মীয় সম্প্রীতি ধরে রাখা দরকার। একইসঙ্গে আমাদের শিক্ষকদের নিরাপত্তা দরকার। শিক্ষা/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: