হৃদয়ের ‘বিষাদ’, ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

 

৫৩ রানের উদ্বোধনী জুটির পর যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছেন বাংলাদেশের ব্যাটাররা। পাঁচ রানের ব্যবধানে প্রথম তিন ব্যাটারকে খুইয়ে বসা বাংলাদেশ এবার হারাল তাওহিদ হৃদয়কে।

রশিদ খানের বলে স্লিপে ধরা পড়লেন এই ব্যাটার। তাতে ১৪.৪ ওভারে ৭২ রানে চতুর্থ উইকেট হারিয়েছে বাংলাদেশ দল।

আফগানিস্তানের বিপক্ষে ভুলে যাওয়ার মতো একটি সিরিজ কাটালেন হৃদয়। প্রথম দুই ওয়ানডেতে ১১ রানের দুটি ইনিংস খেলেছিলেন। সিরিজ নির্ধারণী ম্যাচে তার ব্যাটে এল ১৪ বলে ৭ রান।

এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদেড় কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।

খেলা/আবির