হিটস্ট্রোকে ৭ দিনে প্রাণ হারিয়েছেন ১০ জন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৪ তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে গত সাত দিনে সারা দেশে ১০ জন মারা গেছেন। এর মধ্যে গতকাল সোমবার মারা গেছেন তিনজন। আজ মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। অধিদপ্তর জানায়, হিটস্ট্রোকে নতুন করে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজনের মাদারীপুরে ও আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আর এক সপ্তাহের মধ্যে মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের। এ ছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম গত ২২ এপ্রিল থেকে সারা দেশের সরকারি হাসপাতালে হিটস্ট্রোকের রোগীর তথ্য সংগ্রহ করা শুরু করেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত তাদের সংগৃহীত তথ্যে হিটস্ট্রোকে দশজনের মৃত্যু ও পাঁচজনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে। জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: