হামলায় খেরসনে রাশিয়ার ৭৫ সেনা নিহত: ইউক্রেন

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ১৬, ২০২২

 

দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার অবস্থানে আঘাত হেনেছে ইউক্রেনের বাহিনী। এতে রাশিয়ার ৭৫ জন সেনা নিহত হয়েছে। কিয়েভের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। সোমবার (১৬ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রবিবার চোরনোবাইভকা শহরের কাছে বিমানবন্দরে রাশিয়ার সেনা ২০ বারের মতো অবতরণের চেষ্টা করলে তাতে হামলা চালানো হয়।

রাশিয়ার বাহিনীর প্রতিটি অবতরণের চেষ্টাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। ইউক্রেনের বাহিনীর এই বিজয়কে কটি ‘টেলিভিশন সিরিজ’ এর সঙ্গে তুলনা করা হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার ৭৫ জন সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে।

এদিকে দেশটির খারকিভ অঞ্চলের গভর্নর বলেছেন, ইউক্রেনের বাহিনী খারকিভ অঞ্চল রক্ষা করেছে। তারা এখন রাশিয়ার সীমান্তে পৌঁছেছে।

তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম পোস্টে খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনেগুবোভ যে দাবি করেছে তা নিরপেক্ষভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। খবরে আরও বলা হয়েছে, ঠিক কোথায় এবং কত সংখ্যক ইউক্রেনের সেনাবাহিনী রুশ সীমান্তে পৌঁছেছে তাও পরিষ্কার হওয়া যায়নি।

সিলেট/আবির