সুনামগঞ্জ-২ আসনে আ. লীগের মনোনয়ন কিনলেন ডক্টর সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সদস্য, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি ডক্টর সামছুল হক চৌধুরী।

আজ শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়পত্র সংগ্রহ করেন তিনি।

উরেখ্য, ২০১৪ সালে সামছুল হক চৌধুরী সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়ে আাসছেন। এরপর বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত মারা গেলে এ আসনে উপ-নির্বচানেও এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সামছুল হক চৌধুরী। এছাড়াও বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় মনোনয়ন চান সাবেক এই ছাত্রলীগ নেতা।

সিলেট/আবির