সুনামগঞ্জ-০২ আসনের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ড.সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৩

স্টাফ রিপোর্টার: বাংলা নববর্ষ-১৪৩০ (পহেলা বৈশাখ) উপলক্ষ্যে (সুনামগঞ্জ-০২) আসন দিরাই শাল্লার জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের সভাপতি, দৌলত পুর আঃ ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক প্রতিষ্টাতা প্রধান শিক্ষক বিশিষ্ট রাজনীতিবীদ সাবেক ছাত্রনেতা ডক্টর সামছুল হক চৌধুরী।

এক বার্তায় তিনি বলেন, (পহেলা বৈশাখ) বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ, বাংলা নববর্ষের এই আনন্দঘন দিনে আমি দেশ বিদেশ সহ আমার সম্ভাবনাময় নির্বাচনী এলাকা সুনামগন্জ -২ আসন দিরাই-শাল্লার সর্বস্তরের জনগণকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি আরও বলেন, করোনা মহামারীর সতর্কতা ও বিধিনিষেধ কাটিয়ে পুরাতন জঞ্জাল সরিয়ে নতুন বছর বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি এই প্রত্যাশা করি। নতুনের আহ্বানে পুরাতন সব জঞ্জাল ধুয়ে মুছে নতুন সূর্যের আলোয় আলোকিত হোক আমাদের প্রিয় সিলেট। নতুন বছর আমাদের সবার জীবনে আনুক অনাবিল সুখ, সমৃদ্ধি ও শান্তি, মহান সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি।