ফুটবলপ্রেমীদের মনে কৌতূহল চরমে পৌঁছে গেছে। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- লিওনেল মেসি কোথায় যাচ্ছেন? সময়ের সেরা খেলোয়াড় কি বার্সেলোনায় ফিরছেন, নাকি সৌদি আরবের বিশাল অঙ্কের প্রস্তাবে সাড়া দিচ্ছেন, নাকি যুক্তরাষ্ট্রের সকার লিগে নাম লেখাচ্ছেন? মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির কথা অনুযায়ী আজই (মঙ্গলবার) উত্তর জানা যেতে পারে।
প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তি শেষ হয়েছে মেসির। ক্লাব থেকে বিদায়ও নিয়েছেন তিনি। এরপর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে তার ভবিষ্যৎ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, সৌদি ক্লাব আল হিলাল থেকে রেকর্ড অঙ্কের বেতন প্রস্তাব পেয়েছেন তিনি। যাতে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবে বিশ্বকাপজয়ী অধিনায়ক।
এর মাঝেই অবশ্য বার্সেলোনায় ফেরার আলোচনা চলেছে। ফলে মেসির ভবিষ্যৎ ঠিকানা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে তার ভক্তদের মাঝে। তাছাড়া ফুটবল বিশ্বেও একটা কৌতূহল তৈরি হয়েছে সাতবারের ব্যালন ডি’অর জয়ীকে ঘিরে।
এই আলোচনার মধ্যেই মেসির বাবাকে দেখা গেছে বার্সেলোনায়। গিয়েছিলেন বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার সঙ্গে কথা বলতে। কী আলোচনা হয়েছে, সেটা গোপন রাখলেও হোর্হে মেসি জানিয়েছেন, মেসি বার্সেলোনায় ফিরতে চান, তিনি নিজেও সেটা চান।
তাহলে কি পুরনো ক্লাবেই ফিরছেন মেসি? নাকি সৌদি থেকে আসা বিশাল অঙ্কের চুক্তিতে সই করবেন তিনি? এই প্রশ্নের উত্তর পেতে হয়তো বেশি দিন অপেক্ষায় থাকতে হচ্ছে না। তেমনটাই জানিয়েছেন মেসির বাবা। টুইচ চ্যানেল হিহান্তেস টিভিকে তিনি বলেছেন, ‘মঙ্গলবার (আজ) কিংবা বুধবার (আগামীকাল) সিদ্ধান্ত জানা যাবে।’
খেলাধুলা/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ