সিসিক নির্বাচন: ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতির প্রচারণায় ইসি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৩ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সাথে প্রথম পরিচিত হচ্ছেন সিলেট নগরবাসী। এ নিয়ে রয়েছে ভোটারদের মধ্যে নানা কৌতুহল। দল অংশ না নেওয়ায় নির্বাচনে অংশ নেননি সিসিকের বর্তমান মেয়র বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরী। তার অন্যতম অভিযোগ ছিলো ইভিএম নিয়ে। ফলে সিলেট নগরীর ভোটারদের মধ্যে দ্বিধা থাকলেও ইভিএমের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে তাদের পছন্দের প্রার্থীদের। তাই ইভিএম নিয়ে ভুল ভাঙাতে ও সুষ্ঠু ভোট সম্পাদনে প্রচারণা চালাচ্ছে ইলেকশন কমিশন। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশন নির্বাচন। সকল ওয়ার্ডে এবারই প্রথম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ। ইভিএম-এর মাধ্যমে যাতে মহানগরবাসী কোন দ্বিধা ছাড়াই ভোট দিতে পারেন সেজন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণায় ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. মিজানুর রহমান জানান, ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করার জন্য প্রচারণা চালানো হচ্ছে। যেখানে ইভিএম এর যাবতীয় বিষয় সম্পর্কে জানানো হচ্ছে। এছাড়া ওয়ার্ডগুলোতে গত ৭ জুন থেকে ডেমো ভোটের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সিটি করপোরেশনের সাবেক ২৭টিসহ বর্তমান ওয়ার্ড সংখ্যা ৪২টি। ৭৯ দশমিক ৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই মহানগরীতে ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া ভোটার রয়েছেন ৬ জন। সিসিক নির্বাচনে মোট কেন্দ্র ১৯০ টি যেখানে স্থায়ী ভোটকক্ষ থাকবে ১ হাজার ৩৬৭ টি এবং অস্থায়ী ভোটকক্ষ থাকবে ৯৫ টি। SHARES রাজনীতি বিষয়: