সিলেটে টিলাধসে ৩জন নিহত : তদন্ত কমিটি গঠন

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে মাটি চাপায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো. আল-জুনায়েদকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনায় তিনজন মৃত্যুর পর টিলার পাদদেশে বসবাসকারীদের সরাতে তৎপরতা শুরু করেছে সিলেট জেলা প্রশাসন।

তিনি আরও বলেন, মেজরটিলা এলাকায় টিলার পাদদেশে বসবাসকারীদের সরিয়ে দেওয়া হয়েছে।

টিলাগুলোতে ওড়ানো হয়েছে লাল পতাকা। প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরুতে সব উপজেলার নির্বাহী কর্মকর্তাদের টিলার পাদদেশে বসবাসরতদের সরাতে নির্দেশ দেওয়া হয়। সে নির্দেশের পরিপ্রেক্ষিতে পাহাড়-টিলাবেষ্টিত এলাকায় মাইকিং করা হয়। কিন্তু অনেকেই সরে যেতে চান না।

এদিকে, এসএমপির শাহপরান থানায় ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, টিলা ধসে তিনজন নিহতের ঘটনায় সোমবার রাতে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। নিহত আগা করিম উদ্দিনের চাচাতো ভাই মো. আগা রফিক উদ্দিন এ মামলা দায়ের করেন।

সিলেট/আবির