সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদকাসক্ত স্বামীর মারপিটে নারগিস খাতুন (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী রেজাউল করিমকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ) দুপুরে উপরেজলার সোনাখাড়া বিলেরপার থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে। নিহত নারগিস খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি বিলেরপার গ্রামের রেজাউল করিমের স্ত্রী।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বিলের পার গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম প্রায়ই তার স্ত্রীকে মারপিট করতো। শনিবার সকালে বাজারে চা পান করে বাড়ি ফিরে স্ত্রী নারগিছকে বেদম মারপিট করলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রতিবেশীরা নারগিসকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে।
ওসি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সারাদেশ/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ