সাজেকে যান চলাচল স্বাভাবিক The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২ মাটি সরিয়ে নেয়ার পর রাঙ্গামাটির সাজেকে পাহাড়ধসে বন্ধ হয়ে পড়া সড়কে যান চলাচল শুরু হয়েছে। বাঘাইহাট জোন থেকে বুধবার ২টার পর সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল শুরু হয়। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে সাজেকে পাহাড় ধস হয়েছে। সকাল ৮টার দিকে ঘটনাটি শুনেছি। খবর পেয়ে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক করে দেয়া হয়েছে।” বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট-সাজেক সড়কের শুকনা নন্দারাম এলাকায় রাতে পাহাড় ধসে পড়লে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় পাশে আটকা পড়ে শত শত পর্যটকবাহী গাড়ি। স্থানীয়রাসহ আটকা পড়েন বহু পর্যটক। বুধবার সকালে খবর পেয়ে সড়কের ওপর পড়ে থাকা মাটি সরানোর কাজ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় লোকজন। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: