সহিংসতায় নিহতদের জন্য শুক্রবার সারাদেশে দোয়া

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪

 

সাম্প্রতিক সময়ে সংঘটিত সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে শুক্রবার (২ আগস্ট) বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাতের আ‌য়োজন করার আহ্বান জা‌নি‌য়ে‌ছে সরকার।

বৃহস্প‌তিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জরু‌রি বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

শুক্রবার (২ আগস্ট) দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত ছাড়াও আগামী রবিবার (৪ আগস্ট) সুবিধাজনক সময়ে দেশের সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিহ‌তেদর স্মর‌ণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

ধর্ম/আবির