সপ্তাহজুড়ে থাকবে বৃষ্টি, সিলেটে বন্যার শঙ্কা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ মাঝ আষাঢ়ে চলছে ব্যাপক বর্ষণ, এ বর্ষণ চলতি সপ্তাহজুড়ে চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে নদীর পানি বেড়ে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। কেন্দ্রের জুলাই মাসের ১০ দিনের বন্যার মধ্যমেয়াদী পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৭ দিন মাঝারি থেকে ভারি বা অতিভারি বৃষ্টিপাত হতে পারে। ফলে এ সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সমতল বাড়তে পারে। উত্তর পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা, সারিগোয়াইন নদীর পানি সমতল দ্রুত বাড়বে। এর ফলে জুলাইয়ের শুরুর দিকে এসব এলাকার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। সংস্থার নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে নদীসমূহের পানি সমতলে হ্রাস পাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের ব্রহ্মপুত্র, যমুনা নদ-নদীর পানি সমতল স্থিতিশীল আছে। তবে আগামী ৭২ ঘণ্টায় এসব নদ-নদীর পানি সমতলে বাড়বে। ‘আগামী কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের প্রভাবে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদ-নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বাড়বে।’ এছাড়া দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য জেলাগুলোর নদ-নদীর পানি সমতলে স্বাভাবিক প্রবাহে বিরাজমান আছে৷ আগামী কয়েক দিনের ভারি বৃষ্টিপাতের প্রভাবে এসব এলাকার নদ-নদীর পানিও সমতল সময় বিশেষ দ্রুত বাড়বে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীলভাবে বাড়ছে। যা আগামী ৪ দিন বাড়তে পারে। তবে এসব অঞ্চলে বিপৎসীমা অতিক্রম করে বন্যার সম্ভাবনা কম বলে জানান নির্বাহী প্রকৌশলী। আবহাওয়া অধিদপ্তরের আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ু বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সপ্তাহজুড়ে দেশের সব বিভাগের কিছু-কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর কিছু কিছু জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, ‘দেশের প্রায় সব বিভাগেই কমপক্ষে ৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।’ এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বান্দরবানে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সারাদেশ/আবির SHARES সারা দেশ বিষয়: