সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার

প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

সরফরাজ খান ভারত জাতীয় দলে সুযোগ পাবার পর থেকেই আলোচনায় ছিলেন তার ভাই মুশির খান। বয়সভিত্তিক দলের হয়ে দারুণ খেলছিলেন মুশির। এর মধ্যেই শুনতে হলো দুঃসংবাদ, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন মুশির।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে মুশির। কানপুর থেকে লক্ষ্ণৌ যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে কিভাবে দুর্ঘটনা ঘটলো, কেমন আঘাত পেয়েছেন, সেটা বিস্তারিত বলেনি তারা।

তবে ভারতীয় আরেকটি গণমাধ্যম জানিয়েছে, ঘাড়ে আঘাত পেয়েছেন মুশির। ফলে ইরানি কাপ ও রঞ্জি ট্রফির প্রথম কয়েক রাউন্ডে দেখা যাবে না মুশিরকে। মাঠের বাইরে থাকতে হতে পারে ৬ সপ্তাহ থেকে ৩ মাস।

ক্রীড়াঙ্গন/আবির