সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী আর নেই The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২১ স্টাফ রিপোর্ট:: করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মাহমুদ উস সামাদ চৌধুরীর ভাই আহমদুস সামাদ চৌধুরী মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এর আগে মাহমুদুস সামাদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হওয়ায় এমপিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে দ্বিতীয়বার তিনি এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেখানে এমপি নির্বাচিত হন মাহমুদ উস সামাদ চৌধুরী। উল্লেখ্য, মাহমুদ উস সামাদ চৌধুরী ১৯৫৫ সালের ৩ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম দেলোয়ার হোসেন চৌধুরী ও মায়ের নাম আছিয়া খানম চৌধুরী। SHARES প্রচ্ছদ বিষয়: