শেষ বলে ছক্কা হাঁকিয়ে জিতলো ঢাকা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৪ শেষ ওভারে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ১২ রান। প্রথম ৫ বলে ৭ রান সংগ্রহ করে ঢাকা। তাই জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল ৫ রানের। সিলেটের তোফায়েল আহমেদের করা বলে ছক্কা হাঁকিয়ে ঢাকাকে ৬ উইকেটের জয় এনে দেন শুভাগত হোম। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন বুধবার (১১ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে জিসান আলমের সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে সিলেট বিভাগ। ১০ ছক্কায় মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকান জিসান আলম। আউট হওয়ার আগে ৫৩ বলে ১০০ রান করেন তিনি। জিসানকে ছাপিয়ে যাওয়ার আভাস দিয়ে ঢাকার রান তাড়ার ভীত গড়ে দেন আরিফুল হক। তবে ৬ রানের আক্ষেপে পুড়েছেন তিনি। ৪৬ বলে ৯৪ রান করেন আরিফুল। তবে শেষটায় আলো কাড়লেন শুভাগত। ১৮ বলে ২ চার, ২ ছক্কায় করেন ৩১ রান। পঞ্চম উইকেটে তার সঙ্গে ৬৩ রানের জুটিতে ২৩ বলে ৩০ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: