শেরপুর কারাগার থেকে ১২ বন্দিকে মুক্তি Administrator Administrator প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০ বর্তমানে করোনা পরিস্থিতিতে লঘু দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ছেড়ে দেয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শেরপুরে দ্বিতীয় দফায় মুক্তি পেল ১২ বন্দি। শুক্রবার রাতে শেরপুর জেলা কারাগারের জেলার মো. তরিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সরকারের সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার জেলা কারাগার থেকে ওই ১২ বন্দিকে মুক্তি দেয়া হয়। শেরপুর জেলা কারাগার থেকে কারা মহাপরিদর্শক দফতরে পাঠানো লঘু দণ্ডপ্রাপ্ত ২৩ জনের তালিকার মধ্যে দুই দফায় এ পর্যন্ত ১৪ বন্দি মুক্তি পেল। জেলার জানান, কারাগারের বন্দি ঘনত্ব কমাতে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) প্রদত্ত ক্ষমতাবলে ১২ বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে তাদের মুক্তি দেয়া হয়। শেরপুর জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা রয়েছে ১০০ জন। বর্তমানে বন্দি রয়েছে ৫৭১ জন। SHARES অপরাধ বিষয়: