শিশুতোষ ছড়ার কবি পারভেজ হুসেন তালুকদারের জন্মদিন আজ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৩ দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত ছড়া-কবিতা লিখে দেশব্যাপী পরিচিতি পাওয়া সিলেটের উদীয়মান কিশোর পারভেজ হুসেন তালুকদারের ১৮তম শুভ জন্মদিন আজ। তিনি ২০০৫ সালের ২৩শে আগস্ট বৃহত্তর সিলেটের দিরাইয়ে জন্মগ্রহণ করেন। শিশুতোষ ছড়া ও কিশোর কবিতার জন্য পরিচিতি পাওয়া পারভেজ হুসেন তালুকদার মূলত কবি ও শিশুসাহিত্যিক কিন্তু ছড়াকার হিসেবে সবচে সমাদৃত। পারভেজ হুসেন তালুকদারের ছড়াগুলো শিশুসাহিত্য প্রধান হলেও তার কবিতায় ফুটে উঠে দ্রোহ, সাম্য, নারীপ্রেম সহ বিভিন্ন সামাজিক বিষয়। পারভেজের প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছড়ার ঝলক। তাছাড়াও রয়েছে মজার পড়া ছন্দ ছড়া, স্মৃতির আলপনায় কাব্য, চাওয়া না চাওয়া ও Soft Articles যা অস্ট্রেলিয়ান কবি মাইকেল হিসলপ কর্তৃক অনুবাদ ও সম্পাদিত। পারভেজ তাঁর বাবা মোঃ আবুল কাশেম তালুকদার ও মা সুলতানা পারভীনের বড় ছেলে। গচিয়া শামসুদ্দিন শিকন্দর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে বর্তমানে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে অধ্যয়নরত আছেন। সম্প্রতি প্রকাশিত বাংলা ছড়াসাহিত্যের ইতিহাসে সর্বাধিক ছড়ার উল্লেখযোগ্য সংকলন ছড়াবার্ষিকীর কনিষ্ঠতমদের অন্যতম এই ছড়াকারকে ২০২১ সালের মাঝামাঝিতে বিভিন্ন সংবাদ প্রতিবেদনে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার আখ্যায়িত করা হয়েছিল এবং একই বছর ঢাকায় তাঁর প্রতিষ্ঠিত পত্রিকা কাব্য কিশোর অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটির সম্মাননা পেয়েছে। সাহিত্য/আবির SHARES সারা দেশ বিষয়: