শাল্লায় বজ্রপাতে নিহত মোহাম্মদ আলী মিয়ার পরিবারের পাশে ডক্টর সামছুল হক চৌধুরী

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৩

স্টাফ রিপোর্ট: সুনামগঞ্জের শাল্লা উপজেলার মাহমুদনগর এর নয়াহাটি গ্রামের মোঃ আহাদ মিয়ার ছেলে মোহাম্মদ আলী মিয়া বজ্রপাত পরার পরে নিখোঁজ হয়।

২৫ শে জুলাই, মঙ্গলবার। বজ্রপাতে নিহত মোহাম্মদ আলী মিয়ার পরিবারকে সান্ত্বনা দেন এবং নগদ সহায়তা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সুনামগঞ্জ-২, দিরাই-শাল্লা নির্বাচনী এলাকার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর সামছুল হক চৌধুরী। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

প্রসঙ্গত: গত সোমবারে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আলী (২৫) নামে একজন নিখোঁজ হয়েছিল একই সময়ে আহত হয়েছেন তার ছোটভাই বাদশা মিয়া। নিখোঁজ মোহাম্মদ আলী উপজেলার আটগাঁও ইউনিয়নের মাহমুদনগর গ্রামের আব্দুল আহাদের ছেলে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় খালিয়াজুড়ি উপজেলার সীমানায় ছায়ার হাওরে লাশ ভেসে উঠেছে। শাল্লা থানার ওসি আমিনুল ইসলাম জানান, স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে থানায় যোগাযোগ করলে পুলিশ গিয়ে লাশ শনাক্ত করে।

সিলেট সংবাদ/আবির