সাধারণ জনগণের ন্যায় সমানভাবে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝেও সচেতনতা বৃদ্ধির লক্ষে শান্তিগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষা কমিটির কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফীর সভাপতিত্বে ও ডাঃ সানজিদার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, ডাঃ আফরিন, ঈতিশা ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী সহ আরও অনেক।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ