শান্তিগঞ্জে বন্যার্তদের মাঝে সুনামগঞ্জ সমিতি ইউ.কে’র ঢেউটিন বিতরণ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২ শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি:: শান্তিগঞ্জে সুনামগঞ্জ জেলা সমিতি ইউ.কে এর পক্ষ থেকে বন্যাদূর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) বিকেলে শান্তিগঞ্জস্থ পরিকল্পনামন্ত্রীর হিজলবাড়ির আরফান আলী বৈঠক খানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন বিতরণ করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি। ইউকে সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক এম এ সালামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন শরীফি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সুনামগঞ্জ সমিতি ইউকের সাংগঠনিক সম্পাদক বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া,মাওলান আলী খান, অহি আলম রাজউক, আওয়ামীলীগ নেতা শাহীন আহমেদ, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, বউপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন ও সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ। আলোচনা সভার পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারের মধ্যে ঢেউটিন তুলে দেয়া হয়। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: