শান্তিগঞ্জে ছাত্রলীগের শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

 

শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে শোক র‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে শোক র‍্যালী শুরু করে শান্তিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিকল্পনা মন্ত্রীর হিজল বাড়িস্থ আরফান আলী বৈঠক খানায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি হাজী তহুর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দিলন আহমেদ,নিতাই দাস, সুদিপ কুমার দাস, মাহবুব রহমান, সোহাগ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম ফাহিম, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়াসহ আরও অনেকে। এসময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট/আবির