লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নিহত The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি যুবক মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। লেবাননের স্থানীয় সময় শনিবার রাতে বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে। নিহত নিজাম উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার খারেরা এলাকার বাসিন্দা। তার বাবা মোহাম্মদ আবদুল কুদ্দুস এবং মা মোসা. আনোয়ারা বেগম। দূতাবাস জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে লেবানন প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন, বয়স ৩১ বছর ১১ মাস (পাসপোর্ট নম্বর: EF0620043) শনিবার (২ নভেম্বর) বিকেল ৩টা ২৩ মিনিটে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) ইসরায়েলের বিমান হামলায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’ বিদেশ জীবন/আবির SHARES সারা দেশ বিষয়: