লম্বা পথ পাড়ি দেওয়ার অপেক্ষা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪ ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনের প্রথম দুই সেশনের ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না তাদের পরিকল্পনা। বাংলাদেশের বোলারদের সমীহ করে রান তোলায় কোনো আগ্রহই ছিল না স্বাগতিকদের। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতি থাকবে, সুইং থাকবে সঙ্গে রানও তোলা যাবে তা ভালোভাবেই জানতো তারা। এ কারণে সময় নিয়েছিল। যা কাজে দিয়েছে ভালোভাবে। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৪৫০। প্রথম দিন ২৫০ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ শনিবার (২৩ নভেম্বর) দ্বিতীয় দিনে আরো ২০০ রান জমা করে ইনিংস ঘোষণা করে। লুইস ও আথানেজ প্রথম দিন যে ভুল করেছিলেন, গ্রেভস তা করেননি। দুজনই নার্ভাস নাইন্টিজের শিকার হয়ে প্রথম টেস্ট শতক মিস করেছেন। গ্রেভস তুলে নেন টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরি। ১১৫ রানে অপরাজিত থেকে ইনিংস শেষ করেন ডানহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে এক মুহূর্তের জন্যও মনে হয়নি উইকেটে ব্যাটিং করা কঠিন কিংবা বোলিংয়ে বিশেষ কিছু রয়েছে। নতুন বলে সময় কাটাতে পারলেই বাকিটা পথ পাড়ি দেওয়া সম্ভব। কিন্তু ওই চ্যালেঞ্জ নিতে গিয়ে শুরুতেই ধাক্কা হজম করতে হয়েছে। দুই ওপেনার এক ঘণ্টার ভেতরেই সাজঘরে। প্রথমে জাকির হাসান, পরে মাহমুদুল হাসান ফিরেছেন ড্রেসিংরুমে। ক্রীড়াঙ্গন/আবির SHARES প্রচ্ছদ বিষয়: