রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২২ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্যাস বিষয়ক একটি চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এতে করে মহাদেশটিতে আরও বেশি পরিমাণে তরল গ্যাস (এলএনজি) রফতানি করতে পারবে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় দেশগুলোতে রুশ গ্যাসের ওপর নির্ভরশীলতা কমাতে এই পদক্ষেপ নিয়েছে ইইউ। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী এই বছরের শেষ নাগাদ ইউরোপে ১৫ বিলিয়ন কিউবিক মিটার তরল গ্যাস সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। রয়টার্স জানায়, ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নাখোশ যুক্তরাষ্ট্রসহ এর ইউরোপের মিত্ররা। বিশেষ করে দেশগুলো রাশিয়ার জীবাশ্ম জ্বালানীর ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে। এর আওতায় রুশ গ্যাসের ব্যবহার দুই-তৃতীয়াংশ কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইইউ রাষ্ট্রগুলো। তবে তা কবে বাস্তবায়ন হবে তা নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: