রাশিয়াকে রুখতে ইউক্রেনে যে নতুন ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২২

ইউক্রেনের জ্বালানি কাঠামোতে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ফলে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের অনেক এলাকা। শীতের মধ্যে এমন বিদ্যুৎবিভ্রাটের কারণে দুর্ভোগে পড়েছেন ইউক্রেনের বাসিন্দারা।

মঙ্গলবার এমন পরিস্থিতিতে কিয়েভের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পেতে জরুরি অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রও কিয়েভের অনুরোধে সাড়া দিতে চলেছে। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ কাজ করবে।

মার্কিন সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স ও এপি জানিয়েছে, ইউক্রেনে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর বিষয়ে বৃহস্পতিবার ঘোষণা দিতে পারে ওয়াশিংটন।

এর আগে গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা নেতাদের জানান, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে তাদের আরও অত্যাধুনিক অস্ত্র প্রয়োজন। এর পরেই ইউক্রেনে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর বিষয়টি সামনে এল। অত্যাধুনিক ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ ক্ষেপনাস্ত্র হামলা ঠেকাতে তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক/আবির