রাজধানীতে শান্তির সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকাল ৩টায় মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় এ শান্তি সমাবেশের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক মিনহাজুল ইসলাম মিজু এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
শান্তি সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এতে কেন্দ্রীয় ও নগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে শনিবার মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় শান্তি সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এর আগে উত্তর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আব্দুল আউয়াল শেখ এ আবেদন করেছিলেন। ১৮টি শর্তসাপেক্ষে ক্ষমতাসীন দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রাজনীতি/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ