যুক্তরাস্ট্রে লাগাহীন মৃত্যু, হু হু বাড়ছে আক্রান্ত

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০

বিশ্বের সবচেয়ে ক্ষমতাসীন দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। কিন্তু প্রাণঘাতী করোনা যেন দেশটিকে নিরুপায় করে ফেলেছে। নিজেদের সকল ক্ষমতা ব্যবহার করেও করোনা ভাইরাসকে প্রতিহত করতে পারছেনা ট্রাম্প সরকার। করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৬৩৫ জনের প্রাণহানি হয়েছে। ফলে এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ হাজার ৬১৫ জন।

এছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২২ হাজারের বেশি মানুষ। করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা শীর্ষে রয়েছে দেশটি। দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে আক্রান্ত ২ লাখ ৬০ হাজার। মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৯৯ জনের। করোনায় বিপর্যস্ত আরেক দেশ ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত ২ লাখ ১৭ হাজার। মারা গেছে ৩০ হাজার ২০১ জন। এদিকে যুক্তরাজ্যেও করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩১ হাজার ২৪১ জনের। এছাড়া ইউরোপের করোনার নতুন হটস্পট হয়েছে রাশিয়া। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে। মারা গেছে ১ হাজার ৭২৩ জন।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ শনিবার (৯ মে) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ১২ হাজার ৮৪৮ জন। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭৬ হাজার ২১৬ জনের। সুস্থ হয়েছে ১৩ লাখ ৮৫ হাজার ১৮৪ জন।