যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল আসবে অক্টোবরে The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৩ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অক্টোবর মাসের শুরুতে যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল (প্রি অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম) পাঠাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (১ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে আসেন পিটার হাস। পরে তিনি প্রধান নির্বাচন কমিশনারে সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন। জানা গেছে, সিইসির সঙ্গে পিটার হাসের আলোচনার এজেন্ডা ছিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ তার প্রস্তুতি কতটুকু, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, সেই বিষয়ে অবহিত করতেই এই বৈঠক হয়েছে। বৈঠকের পর পিটার হাস সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনকে জানিয়েছি, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে একটি প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে, যাদের নির্বাচন পূর্ব অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে।’ কারা আসবেন সে বিষয়ে তিনি বলেন, ‘পর্যবেক্ষক দলে থাকবেন ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা, যারা নির্বাচন সম্পর্কে অগাধ জ্ঞান রাখেন।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাক পর্যবেক্ষক দল কতদিন থাকবে, সেই শিডিউল আমি এখনো জানি না।’ পিটার হাস আরও বলেন, বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ, নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। যুক্তরাষ্ট্রের আগ্রহ হচ্ছে শুধু অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন; যেখানে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন। এ সময় হিরো আলমের ওপর হামলার ঘটনায় দেওয়া বিবৃতি ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত পিটার হাস। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রসহ ১৩ দেশ হিরো আলমকে নিয়ে যে বিবৃতি দিয়েছে, তা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইলে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা উঠলে আমরা তাদের কথা শুনি, আমরা দেখি তাদের কাছে কী শেখার আছে। আমরা এটাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন মনে করি না।’ জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: