মুন্সীগঞ্জে পিকআপ-সিএনজির সংঘর্ষ, নিহত ৬

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২২

 

মুন্সীগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের তিনজনসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চাঁদপুরের ৩ যুবক ও মুন্সিগঞ্জের বিক্রমপুর এলাকার ৩ জন রয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী, পল্লীবিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ ও একই এলাকার জিহাদ। অপর বন্ধুর বাসা মুন্সীগঞ্জের বিক্রমপুরে বলে জানা যায়।

চাঁদপুরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে আসার পর পরিবার ও আত্মীয়-স্বজনের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে।

সামাদের ভাই মো. রুবেল বলেন, রাতে ৪ বন্ধু মিলে সিএনজিতে রওনা করে। মুন্সীগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির চালক ও এক যাত্রীসহ ৪ বন্ধুই ঘটনাস্থলে মারা যায়। এর মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর একজন বিক্রমপুরের।

মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে।

সিলেট/আবির