মুখোমুখি অপূর্ব-পূর্ণিমা

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

 

ছোট পর্দার বড় অভিনেতা অপূর্বর সঙ্গে বড় পর্দার অন্যতম তারকা পূর্ণিমার মুখোমুখি হওয়ার সুযোগ খুবই কম। কারণ, দু’জনের পর্দা আলাদা। তবে এই ঈদে সেই সুযোগটি তৈরি করলেন নন্দিত নির্মাতা-সঞ্চালক হানিফ সংকেত।

ঈদে ‘ইত্যাদি’র মঞ্চে মুখোমুখি হচ্ছেন এই দুই তারকা। অনুষ্ঠানটির নিয়মিত প্রশ্নোত্তর পর্বে নির্বাচিত ছয় জন দর্শকের সঙ্গে কথা বলবেন তারা।

‘ইত্যাদি’র প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসংগতির বিরুদ্ধে তীব্র ব্যাঙ্গ বিদ্রূপের কষাঘাত। সেটা গান, অভিনয়, নৃত্য- সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদিতে পরিবেশিত দলীয় সংগীতও তেমন একটি পর্ব। এবার ‘ইত্যাদি’র নিয়মিত নৃত্যশিল্পীদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরী।

মুখোমুখি অপূর্ব-পূর্ণিমা
ফাগুন অডিও ভিশন জানায়, শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত উৎসাহ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন।

‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড। বিশেষ ‘ইত্যাদি’ একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

সিলেট/আবির