মালয়েশিয়ায় শনিবার মধ্যরাত পর্যন্ত নতুন করে ২ হাজার ১২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৩৮ হাজার ৯২২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।
সূত্র মতে, করোনা সংক্রমণে আরও একজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৩২ জন।
মন্ত্রণালয় বলছে, আরও এক হাজার ৩৯০ জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৭৬ হাজার ৮২৮ জনে। বর্তমানে করোনায় অসুস্থ রয়েছে ২৬ হাজার ৩৬২ জন। এদের মধ্যে ২৩ জন ইনটেনসিভ কেয়ারে রয়েছে।
মালয়েশিয়ার মোট জনসংখ্যার ৮৫.৮ শতাংশ লোক টিকার অন্তত একটি ডোজ নিয়েছে। দুটি ডোজ পেয়েছে ৮৩.৩ শতাংশ এবং ৪৯.৪ শতাংশ বুষ্টার ডোজ নিয়েছে।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ