মাধবপুরে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ হবিগঞ্জের মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার রাতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড থেকে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে। আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস সামগ্রী পাওয়া যায়, যার আনুমানিক সিজার মূল্য তিন কোটি টাকা। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: