মহাসড়ক ছেড়ে ট্রাক ঘরে, নিহত মা মেয়ে Administrator Administrator প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, মে ৯, ২০২০ বগুড়ার নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়েছে। এতে ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। শনিবার(০৯ মে) ভোররাত তিনটার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের ওমরপুরের সড়কপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওমরপুর সড়কপাড়ার মৃত আলতাফ হোসেনের স্ত্রী অতেজান বিবি (৬৫) ও আতেজানের মেয়ে কাতলী খাতুন (৪০)। স্থানীয়রা জানান, শনিবার ভোরে বালুবোঝাই (ঢাকা-মেট্রো-১৮-৬৬৩৫) ট্রাকটি দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়লে অতেজান ও কাতলী খাতুন মারা যায়। কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বগুড়া থেকে বালুবোঝাই একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। ভোররাতে ট্রাকটি নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পরে। এতে ট্রাকের চাপা ওই ঘরে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। SHARES অপরাধ বিষয়: