মহান বিজয় দিবস উপলক্ষে সেবামূলক ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন সিলেট শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনার সিলেটে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় চারশত মানুষের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা মির্জা ওয়েস, প্রেসিডেন্ট ইউসুফ আল আজাদ, সেক্রেটারি হাসান আহমদ, অর্গানাইজেশন সেক্রেটারি সিফাত চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কাজী হাম্মাদ বিল্লাহ, ফিন্যান্সিয়াল সেক্রেটারি পান্না আক্তার, কমিউনিকেশন সেক্রেটারি সৈয়দ আরিফ আলী রায়হান, সাবেক প্রেসিডেন্ট রাকিবা আক্তার, সাবেক সেক্রেটারি রাসেল আহমদ এবং কার্যকরি কমিটির সদস্য নাদিয়া সুলতানা, তিশা দাশ, যায়েদ আহমদ নাইম, পাহেল মিয়া, তানভীর আহমদ হৃদয়, জেদাদুর রহমান জুনেদ, সাকিবুল হাসান, আদনান সামি, রুহুল আমিন, তানজিম আহমদ চৌধুরী, প্লাবন সাহা, রিফাত করিম চৌধুরী প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, বন্ধুপ্রতিম সংগঠন ক্লীন সিটির সভাপতি নাজিব আহমদ, টিম অনওয়ার্ডের অর্থ বিষয়ক সম্পাদক হাবিবা বেগম, ডাক্তার নাহিয়ান রশিদ চৌধুরী ও ফাহমিদা খানম।
শুধু রক্তদান কিংবা রক্তের গ্রুপিং নয়, রক্তদানে সচেতনতা তৈরি, রক্তদানে উদ্বুদ্ধকরণ, বৃক্ষরোপণ, স্বাবলম্বীকরণ কর্মসূচিসহ আরও নানামুখি সামাজিক কার্যক্রম করে আসছে বাইসো। এসব কার্যক্রম বাস্তবায়নে পুরো বছরই বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ক্যাম্পেইন করে আসছে বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন সিলেট শাখা।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ