মতিঝিল-আগারগাঁও অংশের মেট্রোরেল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩ মতিঝিল-আগারগাঁও অংশের মেট্রোরেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেল উদ্বোধন করেন তিনি। মেট্রোরেলে ওঠার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। করোনাকালীন সময়েও তারা এই কাজ করে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের পরিশ্রমের জন্য এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে।’ তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।’ ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস অনুভূতি জানিয়ে বলেন, ‘আজ ঢাকাবাসীর জন্য এক ঐতিহাসিক। ঢাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। এর মাধ্যমে ঢাকাবাসীর সময় সাশ্রয় হবে।’ জাতীয়/আবির SHARES জাতীয় বিষয়: