এশিয়া কাপ বাছাইপর্বের ড্র’তে মালদ্বীপের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে ০-১ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে সিরিজে হার এড়াতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।
বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে ম্যাচটি। যেখানে জয় তুলে সিরিজ বাঁচাতে মরিয়া হাবিয়ের কাবরেরার দল।
প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবলে গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত ফিনিশিংয়ে ব্যর্থতা ভুগিয়েছে বাংলাদেশকে। এ ম্যাচে তাই আগের ম্যাচে করা ভুল শুধরে জয়ের ব্যাপারে প্রত্যাশা করছে দল। যা নিয়ে বাংলাদেশ কোচ বলছেন, ‘আমরা প্রথম ম্যাচ ভালো খেলেছি। তবে জিততে পারিনি বলে ভালো খেলা কেউ মূল্যায়ন করবে না। এটাই স্বাভাবিক। আমরা চাইবো শনিবারের ম্যাচটি জিততে। এই যোগ্যতা আমাদের আছে।’
প্রথম ম্যাচে জয় পাওয়ায় ফুরফুরে মেজাজে মালদ্বীপের কোচ আলী সুজেইন। দ্বিতীয় ম্যাচে কৌশলে ভিন্নতা এনে জয়ের ব্যাপারে আশা তার। বলেন, ‘বাংলাদেশ চাইবে কালকের ম্যাচ জিততে। আমরা তা হতে দিতে চাই না। এজন্য কৌশলও বদল করে খেলতে পারি। আমরাও চাই টানা দুটি জয় নিয়ে দেশে ফিরে যেতে।’
বাংলাদেশের সিনিয়র ফুটবলার সোহেল রানা জানিয়েছেন প্রথম ম্যাচে করা ভুল আর করতে চান না তারা। বলেন, ‘প্রথম ম্যাচে গোলের অনেক সুযোগ আমাদের এসেছিল। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। ওই ম্যাচ ভুলে আমরা এখন দ্বিতীয় ম্যাচেই ফোকাস করছি। প্রথম ম্যাচ যেভাবে খেলেছি তাতে আমি মনে করি, দ্বিতীয় ম্যাচে ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পারবো। আমাদের প্রত্যেক খেলোয়াড়ের এই আত্মবিশ্বাস আছে।’
খেলা/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ