ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস তার যে ভুল কার্যক্রম বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করেছে এবং দলের ভেতরে ও বাইরে তার অবস্থান অনেকখানি ধসিয়ে দিয়েছে, তার জন্য ক্ষমা চেয়েছেন।
সোমবার বিবিসিকে তিনি বলেন, আমি দায় স্বীকার করতে চাই এবং যে ভুলগুলো হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করছি। উচ্চ করের সমস্যা মোকাবিলা করে জ্বালানির দামে জনগণকে সহায়তা করতে চেয়েছি আমি। কিন্তু আমরা তাড়াহুড়া করে ফেলেছি। খবর রয়টার্সের।
তবে ভুলের জন্য ক্ষমা চাইলেও প্রধানমন্ত্রীর পদ ছাড়ছেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।
গত ২৩ সেপ্টেম্বর ট্রাস ও তার সাবেক অর্থমন্ত্রী কোয়াসি কোয়াটেং একটি নতুন ‘উন্নয়ন পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন।
তাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ কর ছাড়ের পাশাপাশি জাতীয় বীমা পরিকল্পনা ও স্ট্যাম্প শুল্কে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল।
ব্যাপক সরকারি ঋণের মাধ্যমে অর্থায়ন করা এ পরিকল্পনা স্থবির অর্থনীতিতে গতি সঞ্চার করবে বলে আশাবাদী ছিলেন ট্রাস।
কিন্তু এ পরিকল্পনা বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট তৈরি করে, পাউন্ডের মান এবং সরকারি বন্ডের মূল্য পড়তে থাকে।
এটি বাজারকে এমন মাত্রায় ধাক্কা দেয় যে ব্যাংক অব ইংল্যান্ড বাজার চাঙ্গা করতে ৬৫ বিলিয়ন পাউন্ডের (৭৩ বিলিয়ন ডলার) একটি কর্মসূচি নিয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হয়।
বাড়তে থাকা রাজনৈতিক চাপ ও বাজার নিয়ে বেসামাল পরিস্থিতির মধ্যে ট্রাস তার ঘনিষ্ঠ সহকর্মী কোয়াসি কোয়েটাংকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন।
শুক্রবার ওই পদে আসা জেরেমি হান্ট সোমবার কর ছাড় সংক্রান্ত ট্রাসের বাকি যে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো ছিল সেগুলোও ছেঁটে ফেলেন, পিছু হটেন প্রধানমন্ত্রীর জ্বালানি সহায়তার বিশাল প্রকল্প থেকেও।
তিনি কি এখন কেবল নামেই প্রধানমন্ত্রী কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাস বলেন, দিক বদলানো দরকার বুঝতে পেরেই তিনি হান্টকে নিয়োগ দিয়েছেন।
সিলেট/আবির
প্রধান সম্পাদকঃ আজিজুল হক চৌধুরী
সম্পাদক ও প্রকাশকঃ আনোয়ারুল হক রুবেল
বার্তা সম্পাদকঃ সুজন আহমদ