ভিকিটিয়ার হাজার মাইলফলক অর্জন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪ বাংলা ভাষায় চালু হওয়া নতুন উন্মুক্ত অনলাইন বিশ্বকোষ ভিকিটিয়া (https://bn.vikitia.org) সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। ১ অক্টোবর ২০২৪ থেকে যাত্রা শুরু করার পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ১০০০ টি বিশ্বকোষীয় নিবন্ধ তৈরি করেছেন বিশ্বকোষটির স্বেচ্ছাসেবকেরা। যা বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে লেখা। ভিকিটিয়া একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি ব্যাপক জ্ঞানভাণ্ডার তৈরি করতে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য: ভিকিটিয়া হলো বাংলাপিডিয়ার পরে দ্বিতীয় বাংলাদেশী বিশ্বকোষ। ভিকিটিয়ার ব্যতিক্রম দিক হচ্ছে সেচ্ছাসেবকপ্রাণ এই প্ল্যাটফর্মটিতে যে কেউ যোগ দিয়ে তথ্য সংযুক্ত করা থেকে শুরু করে সম্পাদনা ইত্যাদি করতে পারেন। তবে কপিরাইট যুক্ত কোনো লেখা সংযুক্ত করতে অনুৎসাহিত করা হয়। ভিকিটিয়া মূলত ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্সের অধীনে তথ্য প্রকাশ করে। নতুন এই বিশ্বকোষ ভিকিটিয়া এর প্রতিষ্ঠাতা পরভেজ হুসেন তালুকদার, যিনি একজন তরুণ কবি ও ইন্টারনেট উদ্যোক্তা। প্রতিষ্ঠাতা আশা করছেন ভবিষ্যতে ভিকিটিয়ার আরও বেশি স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ হবে। যাতে বিশ্বকোষটি আরও বিস্তৃত এবং স্থায়ী জ্ঞানভাণ্ডারে পরিণত হতে পারে। বাংলাদেশ সম্পর্কিত বিষয়গুলিতে বিশেষ গুরুত্ব দিয়ে, ভিকিটিয়া এই অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক বিশ্বকোষ হয়ে উঠতে কাজ করে যাচ্ছে। তথ্য ও প্রযুক্তি/আবির SHARES তথ্য প্রযুক্তি বিষয়: