ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির বাগড়া The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৩ ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ঝড়ো বৃষ্টির পূর্বাভাস ছিল। বাস্তবে তাই হলো। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। তবে বৃষ্টি কারণে আজ খেলা না হলে রিজার্ভ ডেতে খেলা হবে। বৃষ্টির আগে ২৪.১ ওভারে ২ ওপেনারের উইকেট হারিয়ে ১৪৭ রান করে ভারত। রোববার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ৯ম ম্যাচে মুখোমুখি হয় দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এদিন টস হেরে ব্যাটিং করে ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ১২১ রান করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এমন দারুণ শুরুর পর মাত্র ২ রানের ব্যবধানে ২ ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। রোহিত শর্মাকে আউট করে ১২১ রানের ওপেনিং জুটি ভাঙেন শাদাব খান। রোহিত ৪৯ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৬ রান করে ফেরেন। এরপর মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার শুভমান গিলও। তাকে আউট করেন শাহিন শাহ আফ্রিদি। তার বলে শাদাব খানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শুভমান। সাজঘরে ফেরার আগে ৫২ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন শুভমান। ক্রীড়াঙ্গন/আবির SHARES খেলাধুলা বিষয়: