ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত, ৬ জনের প্রাণহানি

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

 

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ। খবর সিনহুয়া।

শনিবার (১৩ অক্টোবর) ফায়ার বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস জানিয়েছেন, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ উড়োজাহাজটি শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে পাওয়া গেছে। এর মধ্যে চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক ছিলেন। তাদের সবাইকে মৃত উদ্ধার করা হয়।

আন্তর্জাতিক/আবির