ব্যাট-বলের দাপটে দ্বিতীয় দিন নিউ জিল্যান্ডের The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪ প্রথম দিন ৯ উইকেট হারানোর পর নিউ জিল্যান্ডের ইনিংস কতোদূর যাবে সেটাই ছিল দেখার। মিচেল স্যান্টেনার দৃঢ়তার পরিচয় দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে গেলেন। এরপর বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক মতো করলেন। তাতে হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে নিউ জিল্যান্ড। হ্যামিল্টনে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৪৭ রান তোলে নিউ জিল্যান্ড। জবাব দিতে নেমে কিউই পেসারদের তোপে ১৪৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৬ রান তুলে দিন শেষ করেছে নিউ জিল্যান্ড। তারা এগিয়ে আছে ৩৪০ রানে। টেস্ট ক্যারিয়ারের ৩৮তম ফিফটি পূরণ করে ক্রিজে আছেন উইলিয়ামসন, ২ রানে অপরাজিত রাচিন রবীন্দ্র। নিউ জিল্যান্ডের রানের জবাব দিতে নেমে এক জো রুট ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি। এদিন একটি মাইলফলক স্পর্শ করেছেন রুট। এক পঞ্জিকাবর্ষে দ্বিতীয়বারের মতো টেস্টে ১৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই তারকা। ক্রীড়াঙ্গন/আবির SHARES খেলাধুলা বিষয়: