বৃষ্টির বাধায় টস হতে দেরি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, মে ১২, ২০২৩ প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় ওয়ানডেতেও বাগড়া দিয়েছে বৃষ্টি। আর তাই নির্ধারিত সময়েও হয়নি টস। এখনও বৃষ্টি পড়ছে। ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে শুক্রবার (১২ মে) বাংলাদেশ সময় বিকেল ৩.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে টস না হওয়ায় খেলা শুরু হতেও দেরি হবে। দিনের শুরুতে বৃষ্টি ছিল না। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দল যখন মাঠে প্রবেশ করে তখন আকাশ বেশ রোদ ঝলমলে ছিল। মাঠে অনুশীলনও করেছেন ক্রিকেটাররা। কিন্তু টসের আগেই বাংলাদেশ সময় ৩টার পর থেকে বৃষ্টি শুরু হয়। তবে বৃষ্টির মাত্রা আগের দিনের মতো না। আপাতত আম্পায়াররা মাঠ পরিদর্শন করেছেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৫টার পর বৃষ্টি থামতে পারে। তাহলে ৩০ ওভারে ম্যাচটি হতে পারে। খেলা/আবির SHARES খেলাধুলা বিষয়: